জন্ম নিবন্ধনের নির্ধারিত আবেদন ফরমে (ছাপানো বা হাতে লিখা হলেও চলবে) নিবন্ধকের নিকট নিম্নে বর্ণিত দলিল বা প্রত্যয়নসহ আবেদন করতে হবে।
ব্যক্তির ক্ষেত্রে তাঁর পরিচিতি ও বয়স নির্ধারণের জন্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন জরুরী। ব্যক্তির চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ প্রভৃতি ক্ষেত্রে প্রকৃত বয়স জানা অপরিহার্য, আর এই অপরিহার্যতা মিটাতেই প্রয়োজন জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন সম্পন্নকরণ।
৩১ ডিসেম্বর ২০০৮ এর পর থেকে নিম্নোক্ত সেবাসমূহ পেতে হলে একজন নাগরিককে তাঁর জন্ম সনদ দেখানোর আইনগত বাধ্যবাধকতা আছে:
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনমূলে:
(ক) পাসপোট ইস্যু;
(খ) বিবাহ নিবন্ধন;
(গ) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তি;
(ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান;
(ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু;
(চ) ভোটার তালিকা প্রণয়ন;
(ছ) জমি রেজিস্ট্রেশন;
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালাসমূহমূলে:
(জ) ব্যাংক হিসাব খোলা;
(ঝ) আমদানী ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি;
(ঞ) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি;
(ট) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি;
(ঠ) ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি;
(ড) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি;
(ঢ) গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি;
(ণ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও
(ত) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।
জন্ম নিবন্ধনের জন্য বিস্তারিত তথ্যসহ ইউনিয়ন অফিসে যোগাযোগ করুন অথবা নিচের লিঙ্ক-এ ক্লিক করে অনলাইনে আবেদন করুন।
শিশুর পিতা বা মাতা বা অভিভাবক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ী থাকবেন।
এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:
আপনাকে যা যা আনতে হবে-
১। নিবন্ধনকৃত ব্যক্তির - নাম,পিতার নাম,মাতার নাম,জন্মস্থানের বিস্তারিত ঠিকানা, বর্তমান ঠিকানা,স্থায়ী ঠিকানা।
২। বয়স প্রমান- পাসপোর্ট,ভোটার আইডি কার্ড,কাবিন নামা,টিকা খাওয়ানোর কার্ড,এসএসসি সনদ বা প্রশংসাপত্র,বা পূর্বে করা যে কোন পরিচয় পত্র যাহা সরকার অনুমোদিত।
http://bris.lgd.gov.bd/pub/?pg=application_status
আবেদন করার পর উপরের লিঙ্ক হতে যাচাই করতে পারবেন।
তাছাড়া নিচের লিঙ্ক হতে যে কোন নিবন্ধনকৃত ব্যক্তির জন্মনিবন্ধন তথ্য যাচাই করেতে পারেন।
http://bris.lgd.gov.bd/pub/?pg=verify_br
বিষয় | ফিসের হার | ||||
---|---|---|---|---|---|
অনূর্ধ্ব আঠার বৎসর বয়সীদের ব্যক্তিদের জন্ম নিবন্ধন | শূন্য | ||||
অন্যূন আঠার বৎসর বয়সের ব্যক্তিদের জন্ম নিবন্ধন | ৫০.০০ টাকা | ||||
কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন | শূন্য | ||||
জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজী কপি সরবরাহ | শূন্য | ||||
জন্ম বা মৃত্যু সনদের বাংলা বা ইংরেজী দ্বি-নকল কপি সরবরাহ | ২৫.০০ টাকা | ||||
সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রদত্ত নিবন্ধন সনদে কোন ভুল বা গরমিল পরিলক্ষিত হলে নিবন্ধন সনদ এবং, ক্ষেত্রমত, নিবন্ধন বহি সংশোধন | ১০.০০ টাকা | ||||
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফিসের হারের গেজেটের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন | |||||
ইউনিয়ন পরিষদ | পৌরসভা | সিটি কর্পোরেশন | ক্যান্টনমেন্ট বোর্ড |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS